-->

ক্যাম্পবেল বায়োলজি (জৈব রসায়ন ইউনিট)

সারা বিশ্বে জীববিজ্ঞান বিষয়ক সবচেয়ে জনপ্রিয় বই “ক্যাম্পবেল বায়োলজি”। বইটির মূল লেখক নীল.এ. ক্যাম্পবেল । জীব বিজ্ঞান সম্পর্কে জ্ঞান আহরণ,গবেষণা ও প্রকৃতি অন্বেষণে বইটির কোন বিকল্প নেই। এ পর্যন্ত বইটির দশম সংস্করণ পর্যন্ত বাজারে এসেছে। বইটির প্রচ্ছদ, শব্দ ব্যবহার,তথ্য যে কাউকে মুগ্ধ করবে। জীববিজ্ঞানের প্রতি পাঠকদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বইটিতে বিভিন্ন কৌশল উল্লেখ করা হয়েছে। বইটি পড়ে আপনি খুব সহজে প্রকৃতি গবেষণা করতে পারবেন। পাশাপাশি আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। কারণ ক্যাম্পবেল বায়োলজি শুধু জীববিজ্ঞান বিষয়ক তথ্যই প্রদান করে না, পাশাপাশি আপনার সৃজনশীলতা বৃদ্ধির সার্বিক রসদ যোগায়। এককথায় জীব নিয়ে যারা একটু ভাবতে চাই,জানতে চাই ও গবেষণা করতে চাই তাদেরকে অবশ্যই এই বইটি পড়তে হবে। বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডের সমন্বয়ক ডা.সৌমিত্র চক্রবর্তীর কাছ থেকে বইটি পাওয়ার পর নিয়মিত পড়ার চেষ্টা করছি। তবে মনে হল বইটির বাংলা অনুবাদ করা যেতে পারে। কারণ বাংলা ভাষাভাষী সকল শিক্ষার্থীদের জন্য এই বইটা পড়া জরুরী। সবাই যেন বইটি পড়তে পারে সেই লক্ষ্য নিয়ে অনুবাদ শুরু করা। ধারাবাহিক অনুবাদ চলছে ।  ক্যাম্পবেল বায়োলজির বাংলা সংস্করণের জৈব রসায়ন ইউনিট এখন বাজারে। প্সরকাশ করেছে ল্যাব বাংলা। 
বইটি সংগ্রহ করুনঃ https://www.rokomari.com/book/136893/campbell-biology--first-volume-

No comments

Powered by Blogger.