-->

বিসিএস প্রিলিমিনারি সাধারণ বিজ্ঞান (১ম পর্ব)

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় খুব অল্প পরিশ্রমে বেশি মার্কস পাওয়ার একটি বিষয় সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞান প্রস্তুতির বড় সহায়ক হলো মাধ্যমিক সাধারণ বিজ্ঞান বই। এই বইয়ের বিসিএস উপযোগী অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে ধারাবাহিক আয়োজনের প্রথম পর্ব- 





১ম অধ্যায়ঃ
১।প্রাণীদেহে শুষ্ক ওজনের কতভাগ প্রোটিন - ৫০%
২।খাদ্যের উপাদান - ৬টি।
৩।আমিষের গঠনের একক - অ্যামাইনো এসিড।
৪।মানবদেহে কয়ধরনের অ্যামাইনো এসিড রয়েছে - ২০ ধরনের♦
৫।মানুষের প্রধান খাদ্য - শর্করা।
৬।পানিতে দ্রবনীয় ভিটামিন - B,C♦
৭।ঢেকি ছাটা চাল আটার ভিটামিন থাকে - থায়ামিন।
৮।দৈনিক পানি পান করা উচিত - - লিটার♦
৯।ব্রাইন বলা হয় - লবনের দ্রবনকে।
১০।পুষ্টির ইংরেজী শব্দ - Nutrition
১১।কোষ গঠনে সাহায্য নিয়ন্ত্রন করে - ভিটামিন লাইসিন।
১২।কার্বোহাইড্রেট C:H:O এর অনুপাত - ::♥
১৩।খাদ্যের কোন উপাদানটি মিষ্টি স্বাদযুক্ত - শর্করা।
১৪।FRUIT SUGAR বলা হয় - ফ্রুকটোজকে।
১৫।অামিষের শতকরা নাইট্রোজেন পরিমান - ১৬%
১৬।অামিষের মৌলিক উপাদান কয়টি - ৪টি♦
১৭।ইলিশের প্রোটিন অাছে - ২০
১৮।মাছ থেকে কতভাগ প্রোটিন অাসে - ৮০ ভাগ।
১৯।অামিষের অভাবে হয় - ম্যারাসমাস রোগ।
২০।মহিষের দুধে শক্তির পরিমান - ১১৭ ক্যালরী।
২১।শক্তি উৎপাদক খাদ্য - শর্করা।
২২।ভিটামিন এভাবে রোগ - রাতকানা, জেরপথ্যালমিয়া ♦
২৩।খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - ২০ ধরনের♦
২৪।ভিটামিন বি - ২০ প্রকার।
২৫।প্রাপ্ত বয়স্ক লোকের লৌহের প্রয়োজন - ৯গ্রাম♥
২৬।খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক - কিলোক্যালরী।
২৭।Quetelet Index বলা হয় - BMI
২৮।BMI- Body Mass index
২৯।দেহের চর্বি পরিমান নিদের্শক - BMI
৩০।BMI- ওজন/(উচ্চতা)^
৩১।BMIএর অপর নাম - QLI ♦
৩২।বোরহানিতে পাওয়া যায় - ল্যাকটিক এসিড♦
৩৩।ভিনেগার কী - অ্যাসেটিক এসিডের % দ্রবন।
৩৪।তামাকে কোন পদার্থ থাকে - নিকোটিন, ক্যাফেইন।
৩৫।ধূমপান করার উপাদানটি নাম - Nicotina♦
৩৬।সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় - আফ্রিকায়।
৩৭।পরিপোষক ইংরেজী শব্দ - Nurtrients
৩৮।উৎপত্তিগত আমিষ - প্রকার
৩৯।মানবদেহে ওজনের মোট ক্যালসিয়াম - ২ভাগ
৪০।মানবদেহে ওজনের মোট পানি - ৬০ থেকে ৭৫ভাগ।
৪১।মানবদেহে ফসফরাসের প্রয়োজন - ৫গ্রাম
৪২।এসিডোমিস হয় - পানির অভাবে
৪৩।মানুষের মৃত্যু হয় - ১০% পানির অভাবে
৪৪।মানবদেহের বৃদ্ধির সময়সীমা - ২০ থেকে ২৪ বছর।
৪৫।পুষ্টি - প্রকার।
৪৬।এইডসের ভাইরাসের নাম - HIV♦
৪৭।এ পযর্ন্ত অ্যামোইনো এসিডের সন্ধান পাওয়া গেছে - ২০ ধরনের♥
৪৮।খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - ২০
৪৯।স্নেহ - প্রকার।
৫০।বিজ্ঞান শব্দের অর্থ - বিশেষ জ্
৫১।স্নেহে দ্রবনীয় - ভিটামিন A,D,E,K♦♥♦
৫২।ফল পাকানোর জন্য দায়ী - ক্যালসিয়াম কার্বোইড।
৫৩।HIV অাক্রমন করে - রক্তে শ্বেতকনিকায় লিম্ফোসাইটকে।
৫৪।আমাশয় - প্রকার।এমিবিক ব্যাসিলারি।
৫৫।ভাইরাস - প্রকৃত পরজীবী।
৫৬।ভাইরাসকে বলা হয় - অকোষীয় জীব।
৫৭।ছত্রাকে বলা হয় - মৃতজীবী জীব।
৫৮।অনুজীবকে বলা হয় -আদিজীব।
৫৯।প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান - বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক♦
৬০।ধূমপানের উপাদানটির বিজ্ঞানিক নাম - Nicotiana Tabacum
সূত্রঃ সংগৃহীত

No comments

Powered by Blogger.