-->

বিসিএস প্রিলিমিনারি সাধারণ বিজ্ঞান (৩য় পর্ব)

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় খুব অল্প পরিশ্রমে বেশি মার্কস পাওয়ার একটি বিষয় সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞান প্রস্তুতির বড় সহায়ক হলো মাধ্যমিক সাধারণ বিজ্ঞান বই। এই বইয়ের বিসিএস উপযোগী অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে ধারাবাহিক আয়োজনের তৃতীয় পর্ব-
১।রক্তে লোহিত কণিকা সঞ্চিত থাকে - প্লীহাতে♦
২।অনুচক্রিকার গড় আয়ু - থেকে ১০ দিন।
লোহিত রক্ত কণিকায় গড় আয়ু - ১২০ দিন♦
শ্বেতকণিকার গড় আয়ু - -১৫ দিন♦
৩।লোহিত কণিকার আকৃতি - চ্যাপ্টা।
৪।সর্বজন দাতা গ্রুপ - O+ গ্রুপ।
৫।রক্তে অ্যান্টিজেন নেই - O+ গ্রুপে।
৬।হৃৎপিন্ডের আকৃতি - ত্রিকোণাকার।
৭।রক্তে কিসের পরিমান বেশি থাকা শরীরে জন্য উপকারি - HDL♦
৮।রক্তে কোলেস্টেরল স্বাভাবিক পরিমান - ১০০-২০০mg/dl
৯।মানুষের স্বাভাবিক রক্তচাপ -১২০/৮০ mmHg♦
১০।মানুষের মোট ওজন শতকরা - % রক্ত।
১১।ধমনির রক্তের pH - .৪।
১২।পূর্ণবয়স্ক মানুষের রক্তের পরিমান - - লিটার♦
১৩।রক্ত গঠিত - যোজক টিস্যু।
১৪।রক্তের প্রধান উপাদান - লৌহ।
১৫।রক্তের প্রধান উপাদান - ২টি।
১৬।রক্তে রেচন পদার্থ - ইউরিয়া♦
১৭।রক্ত লাল দেখায় - হিমোগ্লোবিন থাকায়।
১৮।দেহের প্রহরী - শ্বেতকণা।
১৯।রক্তে লিম্ফোসাইটের পরিমান - ২০-৪৫%
২০।হিমোগ্লোবিন থাকে না - শ্বেতকণিকায়♦
২১।রক্তে অ্যান্টিজেন থাকে - ২টি।
২২।AB গ্রুপে রক্তের মানুষ - %
২৩।হৃৎপিন্ড বেষ্টনকারী পদার্থের নাম - পেরিকার্ডিয়াম ( স্তর)
২৪।নিলয়ের অপর নাম - ভেন্টিকল♦
২৫।একটি হৃৎস্পন্দনের সময় লাগে . সেকেন্ড।
২৬।হৃৎপিন্ড প্রসারণকে বলা হয় - ডায়াস্টোল♦
২৭।প্রতিমিনিটে হার্টবিটকে বলে - ডাব।
২৮।কার্ডিয়াক চক্রের ধাপ - ৪টি♦
২৯।LDL এর পূর্ণরুপ -Low Density Lipoprotein
৩০।সমগ্র রক্তে -৫৫% রক্তরস, ৪৫% রক্তকণিকা।
৩১।রক্তের তরল অংশকে বলে - প্লাজমা।
৩২।রক্ত কণিকা - প্রকার♦
৩৩।রক্ত রসের -১০% জৈব অজৈব।
৩৪।রক্তরস আলাদা করলে রক্তের রং হবে - হালকা হলুদ।
৩৫।প্লেটলেট অর্থ - অণুচক্রিকা♦
৩৬।ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে কোন অবস্থার সৃষ্টি হয় - পারপুরা।
৩৭।মানুষের রক্তের A গ্রুপ শতকরা - ৪২%
৩৮।মানুষের রক্তের B গ্রুপ শতকরা - %
৩৯।মানুষের রক্তের AB গ্রুপ শতকরা - %
৪০।মানুষের রক্তের O+ গ্রুপ শতকরা - ৪৬%
৪১।RBC - Red Blood cell
৪২।রেসাস ফ্যাক্টরের সংকেত - Rh♦
৪৩।রক্তের গ্রুপ নির্ণয় করে - ডা. কার্ল ল্যান্ডস্টেইনার (১৯০০ সালে)♦
৪৪।Rh ফ্যাক্টরের নামকরন করা হয় - বানর দ্বারা।
৪৫।হৃৎপিন্ডের অবস্থান - দুই ফুসফুসের মাঝে।
৪৬।হৃৎপিন্ডের ওজন - ৩০০ গ্রাম♦
৪৭।হৃৎপিন্ডের সংকোচনকে বলা হয় - সিস্টোল।
৪৮।মানুষের হৃৎপিন্ড প্রকোষ্ঠ - ভাগে♦
৪৯।রক্তে গ্লুকোজের মাত্রা - ৮০ থেকে ১২০ গ্রাম/ডেসি.লিটার।
৫০।HDL এর পূর্ণরুপ -High Density Lipoprotein
সূত্রঃ সংগৃহীত


Blogger দ্বারা পরিচালিত.