-->

তামাকের পাতা থেকে জৈব বালাইনাশক

 

তামাক গাছ অনেকের কাছে নেশাজাতীয় ফসল হিসেবে বিবেচিত হলেও এটি একটি অর্থনৈতিক ফসল। যদিও কৃষকদের তামাক ছেড়ে ধান, গম ,পাট চাষে আগ্রহী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে প্রকৃতিতে তামাকের ভূমিকা ব্যাপক। জৈব কৃষিতে তামাক একটি সফল উপাদান হিসেবে বিবেচিত। কারণ তামাক থেকে জৈব বালাইনাশক তৈরী করা যায়। যেহেতু আমাদের দেশে তামাক চাষ হয়, সেহেতু তামাক থেকে জৈব বালাইনাশক তৈরির উপায় জানা আবশ্যক।  কারণ প্রতিনিয়ত নিরাপদ ফসল পাওয়ার লক্ষ্যে কৃষকদের মধ্যে রোগ-পোকামাকড় দমনে জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আজকের আলোচনায় আমরা তামাক থেকে জৈব বালাইনাশক ব্যবহার পদ্ধতি সম্পর্কে জানবো।

তামাক থেকে জৈব বালাইনাশক তৈরির ধাপসমূহঃ

তামাক থেকে যে জৈব বালাইনাশক তৈরী করা হয় তা ফসলের বালাই দমন করে। ক্যাটারপিলার, এপিড দমনে এটি ব্যবহৃত হয়। প্রায় সব রকম ফসলে প্রয়োগ করা গেলেও মরিচ, টমেটো, বেগুন ও অন্যান্য solanaceous পরিবারের ফসলে এটি ব্যবহার না করা উত্তম। নিচে তামাক থেকে জৈব বালাইনাশক তৈরির ধাপ আলোচনা করা হলোঃ-

ধাপ ১: তামাকের গুড়া ও পানির মিশ্রণ


প্রথমে ০১ কাপ (২৫০ মিলিলিটার) তামাকের গুড়া ১ গ্যালন (৪ লিটার) পানিতে মেশাতে হবে। একটি বড় পাত্রে উপাদান দুইটিকে ভালোভাবে মিশ্রিত করতে হবে।

ধাপ ২: উষ্ণ আবহাওয়ায় রাখা

এরপর দ্রবণটিকে উষ্ণ আবহাওয়ায় রেখে দিতে হবে। তবে সরাসরি সূর্যের আলোতে রাখা 
যাবে না। সরাসরি সূর্যের আলো পড়ে না এমন পরিবেশে ২৪ ঘন্টা রেখে দিতে হবে। এই 
সময়ে দ্রবণকে কোনোকিছু দিয়ে নাড়ানো যাবে না। 
ধাপ ৩: দ্রবণের রং পরীক্ষা
২৪ ঘন্টা পর দ্রবণের রং পরীক্ষা করতে হবে। দেখতে হবে দ্রবণকে হালকা চা পাতা রং 
ধারণ করেছে কী না। যদি গাড় রং হয় তাহলে পানি মিশ্রিত করতে হবে। অন্যদিকে রং 
বেশি হালকা মনে হলো আরোও কিছুক্ষণ রেখে দিতে হবে। 
 ধাপ ৪: তরল সাবান মিশ্রিত করা

রং কাঙ্খিত হলে দ্রবণে ৩ টেবিল চামচ (৪৫ মিলিলিটার) তরল সাবান যোগ করতে হবে।
এরপর ভালোভাবে মিশ্রণটিকে নাড়াতে হবে যেন সুন্দরভাবে দ্রবীভূত হয়।
ধাপ ৫: বালাইনাশক দ্রবণকে বড় স্প্রেয়ারে রাখা

এরপর একটি ফানেলের সাহায্যে বালাইনাশক দ্রবণ স্প্রেয়ার বোতলে নিতে হবে। 
এরপর বোতল ঝাঁকিয়ে বালাইনাশক দ্রবণকে অধিক উপযোগী করতে হবে।
 ধাপ ৬: গাছে স্প্রে করা
এরপর গাছের যে অংশে বালাই আক্রমণ করেছে সেই অংশে স্প্রে করতে হবে।
এরপর পুরো অংশে প্রয়োজনে স্প্রে করা যেতে পারে।
তামাক থেকে প্রাপ্ত বালাইনাশক একটি জৈব পদার্থ। সঠিক নিয়মে তৈরী করে সপ্তাহে একবার স্প্রে করলে গাছ বালাইমুক্ত থাকবে এবং নিরাপদ ফসল উৎপাদন করা যাবে। 

No comments

Powered by Blogger.