কৃষি দিবসের শুভেচ্ছা !!
তোমরা আছ বলেই আমরা বেঁচে আছি, তোমাদের ত্যাগ, শ্রম, মেধার প্রতিফলনে আজ খাদ্য স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। বিশ্বের দরবারে কৃষির অগ্রগতিতে এক হিরন্ময় নাম বাংলাদেশ। বাংলার সকল কৃষক, কৃষি গবেষক,শিক্ষার্থী ও কৃষির সাথে সংশ্লিষ্ট সবাইকে স্যালুট। কৃষি দিবসে হোক এই প্রত্যয়- হোক কৃষি গবেষণার নবজাগরণ, হোক কৃষিতে বাংলাদেশের বিশ্বজয়! সবাইকে কৃষি দিবসের শুভেচ্ছা !!